খাদ্যশস্য পাওয়ার পাশাপাশি রেশন দোকান থেকে এবার ব্যাঙ্ক লেনদেনও করা যাবে। কেন্দ্রীয় সরকার রেশন দোকানকে ‘কমন সার্ভিস সেন্টার’ হিসেবে চিহ্নিত করে সেখানকার কর্মীদের ‘ব্যাঙ্ক মিত্র’ রূপে নিয়োগ করার স্বীকৃতি দিয়েছে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। রাজ্যগুলিতে দ্রুত নতুন এই ব্যবস্থা চালু করতে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়ে খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের তরফে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকিং কাঠামোকে আরো চাঙ্গা করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। নতুন ব্যবস্থা কীভাবে তা কার্যকর হবে, ব্যাঙ্কগুলি কীভাবে রেশন দোকানকে সাহায্য করবে, এই কাজের জন্য কত কমিশন মিলবে, ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করতে সারা ভারতের রেশন দোকানদের সংগঠনের শীর্ষ নেতাদের দিল্লিতে ডাকা হয়েছে।
রেশন দোকান থেকে এবার ব্যাঙ্ক লেনদেন
শনিবার,০৯/০৪/২০২২
556

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: