নদীয়ার শান্তিপুরের ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডাবরেপাড়ায় পুকুর সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। দুপুর দুটো নাগাদ হঠাৎই আগুন জ্বলে উঠতে দেখা যায় হাবরা পুকুরের পাড়ে ফেলা জঞ্জালের স্তূপে। প্রখর গ্রীষ্মের রোদে শুকনো হয়ে থাকা পরিত্যক্ত জঞ্জাল নিমেষের মধ্যে বীভৎস আকার ধারণ করে। এলাকাবাসীরা মোটর চালিয়ে বেশ কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালায়। এরপর দমকল কর্মীরা এসে আগুন নেভায়। দমকল কর্মীদের প্রায় ১ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। এলাকাবাসীর একাংশের অনুমান বিড়ি-সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে এই আগুন।
Auto Amazon Links: No products found.