সেনাবাহিনীর ত্রিশক্তি ক্রপস এক্স ক্রিপন শক্তির পক্ষ থেকে মঙ্গলবার ডুয়ার্সের মালবাজার মহকুমার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়ার আয়োজন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের দ্বারা যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন ক্ষেপণাস্ত্র, বন্দুক , যুদ্ধযান, হেলিকপ্টার কিভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা মহড়ার মাধ্যমে দেখানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ, জেনারেল অফিসার কমান্ডিং ত্রিশক্তি ক্রপস, জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত, বর্ডার সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল ও এনসিসি ক্যাডেটরা। এছাড়াও উপস্থিত ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়ার আয়োজন
বুধবার,১৩/০৪/২০২২
662