নদীয়ার হাঁসখালি কাণ্ডে রাজনীতির রঙ লাগানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। ওই ঘটনায় নির্যাতিতার পরিবারের রাজনৈতিক পরিচয়কে বড় করে দেখানো হচ্ছে বলেও তাঁর অভিযোগ। পূর্ব কলকাতায় নতুন ভাবে সাজিয়ে তোলা ‘মিলন মেলা’ প্রাঙ্গণের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হাঁসখালির প্রসঙ্গ উত্থাপন করেন। নির্যাতিতার পরিবারের তরফে কেন ঘটনার পাঁচ’দিন পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল মুখ্যমন্ত্রী তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন হাঁসখালির নির্যাতিতার প্রেম ঘটিত সম্পর্ক ছিল। বাড়ির লোকেরা এবং প্রতিবেশীরাও সেটা জানতেন। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অপরাধকারীর শাস্তি হবে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কোনও রাজনৈতিক রঙ না দেখেই অপরাধকারীর শাস্তি হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
নদীয়ার হাঁসখালি কাণ্ডে রাজনীতির রঙ লাগানো হচ্ছে: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
বুধবার,১৩/০৪/২০২২
903