ডাক বিভাগ আগামি মাসে এরাজ্যের গ্রাহকদের জন্য পেনশন আদালত বসাতে চলেছে ।পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন।ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে আগামী ৫ মে সকাল ১১টায় পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দফতর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। তবে অভিযোগকারীরা অংশ নেবেন অনলাইনে। সাধারণ পেনশন, ফ্যামিলি পেনশন সংক্রান্ত যে অভিযোগগুলি দীর্ঘদিন ধরে জমা হয়েছে এবং সেগুলির নিষ্পত্তি হয়নি, সেই বিষয়ে ওই আদালতে নালিশ জানাতে পারবেন উপভোক্তারা। জানানো যাবে পেনশন সংক্রান্ত অভিযোগও। তবে আদালতে বিচারাধীন কোনও বিষয় এখানে আনা যাবে না। যাঁরা অভিযোগ জানাতে চান, তাঁদের ২০ এপ্রিলের মধ্যে তা ই-মেলে বা ডাক যোগে তা পাঠাতে হবে। চিঠি দেওয়া যাবে ‘সিদ্ধার্থ ভট্টাচার্য, এডিপিএস (পিজি), অফিস অব চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্টবেঙ্গল সার্কেল, পি-৩৬, সিআর অ্যাভিনিউ, কলকাতা-১২’ ঠিকানায়। ইমেল আইডি [email protected]। ৯৪৩২৬৬৯৭৬৭ মোবাইল নম্বরেও যোগাযোগ করা যাবে । যাঁরা এখানে অংশ নেবেন, তাঁরা আগে থেকে যে অভিযোগপত্রটি পাঠাবেন, তার বিবরণের সঙ্গে অন্যান্য নথির ‘রেফারেন্স’ নম্বর, ডাক বিভাগের থেকে কোনও চিঠি আগে পেয়ে থাকলে, তার তথ্য ও মোবাইল নম্বর পাঠাতে হবে।
এরাজ্যের গ্রাহকদের জন্য পেনশন আদালত
বুধবার,১৩/০৪/২০২২
832