কাজের পরিধি কি হওয়া উচিত তা রাজ্যপালকে বুঝিয়ে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়


বৃহস্পতিবার,১৪/০৪/২০২২
890

বিধানসভার ভিতর কাজের পরিধি কি হওয়া উচিত তা রাজ্যপালকে বুঝিয়ে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধরকরকে উদ্দেশ্য করে অধ্যক্ষ বলেন, প্রত্যেকের নিজস্ব গণ্ডি রয়েছে। সেই গণ্ডি অনুযায়ীই কাজ করা উচিত। রাজ্যপাল অনেক কথা বললেন। যা পুরোপুরি ঠিক না। আমরা সংবিধান মেনেই কাজ করি। বিধানসভা যে রাজ্যপালের সাংবাদিক সম্মেলন করার জায়গা নয় তাও এদিন বুঝিয়ে দেন তিনি। আম্বেদকর জয়ন্তীর অনুষ্ঠানে গিয়ে বিধানসভায় ফের বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। স্পিকারের পাশে দাঁড়িয়েই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, এর আগে একাধিকবার রাজ্য-‌রাজ্যপাল সংঘাত দেখা গিয়েছে। সেই ধারাই অব্যাহত রইল।প্রসঙ্গত, রাজ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া একাধিক ঘটনা ও হাইকোর্টে আইনজীবীদের গোলমালের ঘটনা নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল। বিকেলে মুখ্যসচিব এবাং ডিজির সঙ্গে বৈঠকও করেন তিনি। তবে বিধানসভার ভিতরে যেভাবে স্পিকারের সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হন রাজ্যপাল তা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ হন অধ্যক্ষ। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তাঁর গন্ডী সম্পর্কে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট