উত্তর ২৪ পরগণার বারাসাত পুলিশ জেলা মহিলাদের প্রতি অপরাধ দমনে বিভিন্ন থানা এলাকায় নামাচ্ছে বিশেষ মহিলা পুলিশ বাহিনী ‘ উইনার্স’। আজ সাংবাদিক সম্মেলনে বারাসাত জেলা পুলিশ সুপার রাজ নারায়ন মুখার্জি জানিয়েছেন, বারাসাত ও মধ্যমগ্রাম থানা এলাকাগুলিতে উইনার্স বাহিনীর ১২জন সদস্য থাকবে। হাবরা ও অশোকনগর থানাগুলিতে আপাতত এই মহিলা বাহিনীর সদস্য সংখ্যা ছয় থাকলেও ধাপে ধাপে তা বাড়িয়ে দশ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন থানা এলাকায় এই বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে। কয়েকদিন বাদেই রাস্তায় দেখা যাবে মহিলা পুলিশের ‘উইনার্স’ বাহিনীকে।
Auto Amazon Links: No products found.