কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক আজ থেকে কিষান ভাগিদারি প্রাথমিকতা হামারি প্রচারাভিযান শুরু করছে।আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি চলবে চলতি মাসের তিরিশ তারিখ পর্যন্ত। কৃষি গবেষণা ও শিক্ষা মন্ত্রক প্রতিটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি মেলার ও প্রাকৃতিক খামারের ওপর ক্ষেত্রীয় প্রদর্শনীর আয়োজন করছে। এই উপলক্ষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর শস্যবীমার ওপর এক দেশব্যাপী কর্মশালার সূচনা করবেন। কিষান ভাগিদারি প্রাথমিকতা হামারি প্রচারাভিযানে এক কোটিরও বেশি কৃষক অংশগ্রহণ করবেন।
কিষান ভাগিদারি প্রাথমিকতা হামারি প্রচারাভিযান শুরু
সোমবার,২৫/০৪/২০২২
1968

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: