বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক, টুইটারের মালিক হলেন। প্রথমে তিনি কিনেছিলেন সংস্থার 9.2 শতাংশ শেয়ার। এবার চার হাজার চারশো কোটি ডলারে কিনে নিলেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির একশো শতাংশ মালিকানা। টুইটারের ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল এবং পরিচালন পর্ষদ মাস্কের অধিগ্রহণ প্রস্তাবের পক্ষে নন বলে শোনা গেলেও শেষপর্যন্ত শেয়ার হোল্ডারদের চাপে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন বলে খবর।
টুইটারের মালিক হলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক
মঙ্গলবার,২৬/০৪/২০২২
583

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: