বিদেশী তহবিল সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এনফোর্সমেন্ট নির্দেশালয়-ED, মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ৫ হাজার ৫শো ৫১কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। গত ফেব্রুয়ারীতে সংস্থাটি বেআইনিভাবে বিদেশের তিনটি সংস্থাকে রয়্যালটি বাবদ বিপুল অর্থ দিয়েছিল যা FEMA আইনের লঙ্ঘন। এনফোর্সমেন্ট নির্দেশালয় বিষয়টি তদন্ত করছিল।
Auto Amazon Links: No products found.