ফের বীরভূমে ঢুকে পড়ল দলছুট দুটি দাঁতাল হাতি। গতকাল দাঁতালের আক্রমণে এক বনকর্মীর মৃত্যুর আতঙ্কের মাঝেই আবার দলছুট দুটি দাঁতাল বীরভূমের পারুই থানার তেঘরিয়া গ্রামে মাঠের জঙ্গলে আশ্রয় নিয়েছে। হাতি দেখতে গ্রামবাসীদের ভিড়। গতকাল দাঁতালের আক্রমণে এক বনকর্মীর মৃত্যু হয়েছে। ওই বনকর্মীর নাম খোকন প্রসাদ দে। বীরভূম জেলার বনদপ্তর এর আধিকারিক কর্মীরা ঘটনাস্থলে। আজ বাঁকুড়া বেলিয়াতোড় থেকে বিশেষ হুলিয়া টিমও নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পারুই থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছেন। হাতি দুটিকে ঘুমপাড়ানি গুলি করে জঙ্গলে কিভাবে ফেরানো যায় সেই প্রক্রিয়া চলছে।
ফের বীরভূমে ঢুকে পড়ল দলছুট দুটি দাঁতাল হাতি
সোমবার,০২/০৫/২০২২
926

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: