পূর্ব বর্ধমানের মেমারির কানাইডাঙ্গায় আজ সকালে দুর্ঘটনার কবলে সরকারি বাস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস করুণাময়ী থেকে আসানসোল যাওয়ার পথে ২ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তারপর কানাইডাঙ্গা সেচ ক্যানেলের উপর ঝুলতে থাকে। ঘটনায় সাত’জন আহত হয়েছেন। তাঁদের বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয়রা উদ্ধারের কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে মেমরি থানার পুলিশ এসে উদ্ধার কাজ চালায়।
আজ সকালে দুর্ঘটনার কবলে সরকারি বাস
সোমবার,০২/০৫/২০২২
1055