মাহিন্দা রাজাপাকসে বাড়িতে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়


মঙ্গলবার,১০/০৫/২০২২
1260

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের কাছে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র জমা দেবার পর উত্তর-পশ্চিম প্রদেশে মাহিন্দা রাজাপাকসে বাড়িতে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয়। এর আগে সরকারবিরোধী আন্দোলনকারীরা শ্রীলংকার মরাতুয়া শহরের মেয়র সমনলাল ফারনান্দো এবং সনথ নিশান্থা, রমেশ পাথিরানা, মহিপাল হেরাথ ও থিসসা কুট্টিয়ারাচ্চি ও নিমল লাঞ্জার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এরা সকলেই সাংসদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের প্রতিবাদরত ছাত্রছাত্রীরা পোডুজানা পেরামুনা দলের সাংসদদের ওপর হামলা চালায়। ওই দলের বহু পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়। বিরাকেতিয়া প্রাদেশীয় সভা দলের চেয়ারম্যানের বাড়িতে হামলা চালানোর সময় দু’জন নিহত ও পাঁচজন আহত হয়।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট