মাস কমিউনিকেশন অ্যান্ড ফোটোগ্রাফারের ছাত্র অরিত্র দে ভারতীয় ফুটবল দলের অফিশিয়াল ফোটোগ্রাফার হিসেবে মনোনীত হয়েছেন। আগামী এক বছর ভারতীয় ফুটবলের পুরুষ ও মহিলা দলের সিনিয়র ও জুনিয়র বিভাগের ফোটোগ্রাফার হিসেবে কাজ করবেন তিনি।তাঁর এই অভাবনীয় সাফল্যে খুশি জেলার ফোটোগ্রাফার থেকে শুরু করে ক্রীড়া সংগঠকেরা। আসন্ন এশিয়ান কাপ ফুটবল কোয়ালিফাইং সহ আগামী ১ বছরের জন্য ভারতীয় ফুটবল দলের অফিশিয়াল ফোটোগ্রাফার হিসেবে নিয়োগপত্র পেয়েছেন অরিত্র। বর্তমানে আই লিগের যাবতীয় ম্যাচের ফোটোগ্রাফার হিসেবে কাজ করছেন অরিত্র। এরই মধ্যে ভারতীয় ফুটবল দলের অফিশিয়াল ফোটোগ্রাফার হিসেবে কাজ করার ডাক পেলেন রায়গঞ্জের উকিলপাড়ার ২২ বছরের যুবক অরিত্র।
Auto Amazon Links: No products found.