রাজ্যপাল-শিক্ষামন্ত্রী বৈঠক


শনিবার,১৪/০৫/২০২২
917

রাজ্য ও রাজ্যপালের সংঘাতের মাঝেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দীর্ঘ ৪৫ মিনিট বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই বৈঠক নিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডেলে বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন খোদ রাজ্যপাল। শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজ্য- রাজ্যপাল সংঘাতের মাঝেই শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন রাজ্যপাল। প্রায় ৪৫ মিনিট রাজভবনে বৈঠক হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপাল জগদীপ ধনকরের মধ্যে। উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠক নিয়ে টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে রাজ্যপাল এই বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। ছবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্মিত হাসি মুখে দেখা যায়। সম্প্রতি পশ্চিমবঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে বেআইনি বলে সম্বোধন করেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। একাধিকবার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণও করেছেন তিনি। রাজ্য ও রাজ্যপালের এই সংঘাতের মাঝে এদিনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট