রাস্তায় মারপিটের ৩৪ বছরের পুরনো একটি মামলায়, কংগ্রেস নেতা নভোজৎ সিং সিধুকে সুপ্রিম কোর্ট, একবছরের সশ্রম কারাদন্ড দিয়েছে। এজন্য সিধুকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এই রায়ের পর ট্যুইট করে তিনি জানিয়েছেন, মহামান্য আদালতের সামনে আত্মসমর্পণ করবেন তিনি। উল্লেখ্য, ১৯৮৮ সালের ঐ ঘটনায় সিধু ও তার সঙ্গীর বেধড়ক মারধরে গুরনাম সিং নামে পাটিয়ালার বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়। জেনে শুনে মৃত্যু ঘটানোর অপরাধে দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের কারাদন্ড দেয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ২০১৮-র মে মাসে সেই রায় সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। ৬৫ বছর বয়সী গুরনামকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার দায়ে সিধুকে দোষী সাব্যস্ত করে শীর্ষ আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা করে। সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় গুরনাম সিং-এর পরিবার।
নভোজৎ সিং সিধুকে সুপ্রিম কোর্ট, একবছরের সশ্রম কারাদন্ড
রবিবার,২২/০৫/২০২২
163

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: