আগামী ৩০ শে জুন শুরু হতে চলা বার্ষিক অমরনাথ যাত্রায় সাধু সহ তীর্থযাত্রীদের তৎকাল রেজিস্ট্রেশনের জন্য কেন্দ্র শাসিত জম্মু কাশ্মীরে ৫ টি কাউন্টার খোলা হবে। সাধুদের নাম নথিভুক্তকরনের জন্য বৈষ্ণোদেবী ধাম, মহাজন সভা, পঞ্চায়েত ঘর ছাড়াও দুটি কাউন্টার গীতা ভবন ও রাম মন্দিরে স্থাপন করা হচ্ছে। অমরনাথ যাত্রা সুষ্ঠূ ভাবে সম্পন্ন করার জন্য জম্মুর ডেপুটি কমিশনার অবনী লাভাসার নেতৃত্বে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধার্থে এবং ভীড় মোকাবিলায় সরস্বতী ভবনে ইতিমধ্যেই একটি কাউন্টার খোলা হয়েছে।
আগামী ৩০ শে জুন শুরু হতে চলা বার্ষিক অমরনাথ যাত্রা
বুধবার,২৫/০৫/২০২২
228

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: