গুজরাত টাইটান্স, আইপিএলে আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়ে অনন্য নজির গড়েছে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে ফাইনালে গুজরাত টাইটান্স সাত উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয়। জয়ের জন্য 131 রান তাড়া করে গুজরাত 11 বল বাকি থাকতেই তিন উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শুভমন গিল 45 এবং ডেভিড মিলার 32 রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া 34 রান এবং তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন।
