লাদাখের তুরতুক সেক্টরে বাস দুর্ঘটনায় শহীদ সেনা জওয়ান বাপ্পাদিত্য


সোমবার,৩০/০৫/২০২২
6825

লাদাখের তুরতুক সেক্টরে বাস দুর্ঘটনায় শহীদ সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার কফিনবন্দি মরদেহ আজ দুপুরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বাড়িতে পৌঁছলে আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েন। গোটা শহরে শোকের ছায়া। বাড়ির অদূরে প্রগতি ক্লাব প্রাঙ্গণে সেনাবাহিনীর তরফে তাঁকে গান স্যালুট দেওয়া হয়। শ্রদ্ধা জানায় রাজ্য পুলিশও। দমদম বিমানবন্দরেও বাহিনীর পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছিল। রাষ্ট্রীয় মর্যাদায় বাপ্পাদিত্য খুটিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন, খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, পুরপ্রধান প্রদীপ সরকার প্রমুখ। জওয়ানদের নিয়ে গত শুক্রবার বাসটি সিয়াচেনে যাওয়ার পথে নুব্রায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। নিহত হন ৭ জন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট