উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু গতকাল গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গো ওনডিমবার সঙ্গে সাক্ষাৎ করেন । তাদের মধ্যে বৈঠকের পর উপরাষ্ট্রপতি বলেন ভারত গ্যাবনের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেয় এবং সে দেশের উন্নয়নের পথে ভারত অত্যন্ত বিশ্বস্ত অংশীদার হয়ে ওঠার জন্য দায়বদ্ধ ।এর আগে শ্রী নাইডু সেদেশের বিদেশ মন্ত্রী মাইকেল মোউসা আডামোর সঙ্গে সাক্ষাৎ করেন ।বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন শ্রী নাইডু সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন।
Auto Amazon Links: No products found.