আগরতলায় তৃণমূলের পতাকা খুলে নেওয়ার অভিযোগ


বৃহস্পতিবার,০২/০৬/২০২২
276

আগামী ২৩ জুন ত্রিপুরার চারটি বিধানসভার উপনির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচনী বিধি লাগু হয়েছে। যখন শুরু হয়েছে জোরদার প্রচার তখন বিজেপির মদতে আগরতলা পুর প্রশাসন তৃণমূলের পতাকা খুলে দিচ্ছে বলে অভিযোগ। অভিযোগ করেছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি সুবল ভৌমিক। আগরতলা পুর এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে নেওয়ায় প্রশাসনকে কাজে লাগাচ্ছে বিজেপি, অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক। তাঁর অভিযোগ, জনগনের সমর্থন হারিয়ে প্রশাসনকে ব্যাবহার করে বিরোধীদের রুখে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। দলীয় পতাকা খুলে দেওয়ার অভিযোগ নির্বাচন কমিশনের নজরে এনেছে তৃণমূল। সুবল ভৌমিক বলেন, দীর্ঘ লড়াই করে বিজেপিকে যারা ক্ষমতায় এনেছে সেই যুবসমাজ আজ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তাই প্রশাসনকে নগ্নভাবে ব্যাববহার করছে তৃণমূলকে প্রতিহত করতে। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কিভাবে পুরসভা এই কাজ করে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
আগামী ২৩ জুন ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোট ঘোষণার পর থেকেই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস জোরদার প্রচার শুরু করেছে বিধানসভা এলাকা গুলিতে। দলীয় পতাকায় নির্বাচনী এলাকা একপ্রকার মুড়ে ফেলে ঘাসফুল শিবির। হঠাৎই বুধবার আগরতলা পুর এলাকা থেকে তৃণমূলের পতাকা খুলতে দেখা যায় প্রশাসনের লোকজনকে। আর তা নিয়েই সোচ্চার হয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি সুবল ভৌমিক।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট