আজ বিশ্ব সাইকেল দিবস। স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষে দেশের ৭৫টি ঐতিহাসিক স্বারক থেকে সাইকেল র্যালি অনুষ্ঠিত হচ্ছে। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে আজ কোচবিহারের ঐতিহাসিক রাজবাড়ি থেকে সাইকেল র্যালির সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র , ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিন কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জণ দে,নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। এছারাও এই র্যালিতে অংশগ্রহণ করেন অসংখ্য সাধারন মানুষ।
Auto Amazon Links: No products found.