রাজ্য সরকার, বিশাখাপত্তনমের মত পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র সৈকতে একটি সাবমেরিন মিউজিয়াম গড়ে তুলতে চায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নিউটাউনে নৌবাহিনীর একটি এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্বোধন করে, দীঘায় ওই মিউজিয়াম তৈরির জন্য বাহিনীর আধিকারিকদের কাছে একটি বাতিল সাবমেরিনের জন্য আবেদন জানিয়েছেন।বিষয়টি নিয়ে তারা শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে বাহিনীর তরফে জানানো হয়।
একটি সাবমেরিন মিউজিয়াম গড়ে তুলতে চায় রাজ্য
বৃহস্পতিবার,০৯/০৬/২০২২
283

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: