উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল


বৃহস্পতিবার,০৯/০৬/২০২২
437

রাজ্যে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল (১০ তারিখ) প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সকাল ১১ টায় সাংবাদিক বৈঠক ক’রে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সকাল সাড়ে ১১ টা থেকে পর্ষদের http://wbresults.nic.in, www.exametc.com সহ মোট ১২’টি ওয়েবসাইট ও ৫৬০৭০ নম্বরে wb12 space দিয়ে রোল নম্বর লিখে sms করে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। এছাড়াও wbchse results 2022 মোবাইল অ্যাপ থেকেও ফল জানা যাবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট