পূর্ব মেদিনীপুরের মেছাদা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে উদ্বোধন করা হলো “ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট” পরিকল্পনায় জেলার অন্যতম আকর্ষণ ‘পটচিত্র’র স্টল। ২০২২ -২৩-এর কেন্দ্রীয় বাজেটে রেলওয়ে ইউনিয়নের তরফ থেকে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ পরিকল্পনায় যে স্কিম চালুর কথা উল্লেখ করা হয়, এটা তারই বাস্তবায়ন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেচেদা রেলওয়ে স্টেশনের কমার্শিয়াল ইন্সপেক্টর বিবেক কুমার, কমার্শিয়াল সুপারভাইজার চয়নিকা চট্টোপাধ্যায়, স্টেশন ম্যানেজার কৃপাসিন্ধু বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।
স্টেশনের টিকিট কাউন্টারের সামনে উদ্বোধন করা হলো “ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট”
বৃহস্পতিবার,০৯/০৬/২০২২
245

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: