বালির তৃণমূল কংগ্রেস নেতা তপন দত্ত খুনের ১১ বছর পর এর তদন্তভার সি বি আই-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। ২০১১-র মে মাসে খুন হন জলাভূমি ভরাট করার বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী ভূমিকায় থাকা তপন দত্ত। সি আই ডি-এর তদন্ত করলেও তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্ত সেই তদন্তের উপর আস্হা রাখতে পারেননি। সি বি আই তদন্ত চেয়ে তিনি আদালতের দ্বারস্হ হন। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ মামলাকারীর যুক্তি মেনে নিয়ে গতকাল সি বি আই-এর হাতে তদন্তভার তুলে দেন।
Auto Amazon Links: No products found.