গরু পাচার কান্ডে তদন্তে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির খোঁজ মেলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে সি বি আই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত সন্ধ্যায় গ্রেফতার করেছে। আজ তাকে আসানসোলের বিশেষ সি বি আই আদালতে তোলা হবে। নিজাম প্যালেসে গতকাল দুপুর ২-টো থেকে সায়গলকে জেরা করা হয়। তার বক্তব্যে নানা অসঙ্গতি মিলেছে বলে খবর।নিউটাউনে তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রচুর সোনার গয়না।মুর্শিদাবাদের ডোমকলে সাইগলের প্রাসাদপম বাড়িতে তল্লাশিও চালানো হয়।
Auto Amazon Links: No products found.