পয়গম্বর বিতর্কে জ্বলছে সারাবাংলা রাস্তা জুড়ে চলছে টায়ার জ্বালিয়ে অবরোধ কোথাও কুশপুতুল পোড়ানো হচ্ছে। তার মধ্যে কি চুপ করে থাকবেন ভাইজান এ নিয়ে চলছিল জল্পনা। শনিবার অশোকনগরের রাজিবপুরের কাছে এবং আমডাঙ্গা কাছারি মোড়ে পরপর দুটি সভা করলেন ভাইজান আব্বাস সিদ্দিকি। অনুরাগীদের উদ্দেশ্যে বললেন ধর্ম নিয়ে কেউ মন্তব্য করলে তার পাল্টা হিংসা ছড়ালে নবী ক্ষমা করবে না। নবীর প্রেম অন্য ধর্মকে ভালোবাসা শেখায়। এমনভাবে নবীকে আক্রমণ প্রথম নয় আগেও হয়েছে কিন্তু হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না