ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তল্লাশি চালিয়ে আজ সন্ধ্যায় ঘটনাস্থলের কাছে একটি দেহ উদ্ধার করেছে। মৃতের পরিচয় জানা যায়নি। দেহটি পেটুয়াঘাটে মৎস্য দপ্তরের কাছে পাঠানো হয়েছে বলে বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।কাঁথি পেটুয়াঘাটের কাছে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৭ জনের মধ্যে জীবিত অবস্থায় ট্রলারের মাঝি ইকবাল হোসেনকে (৩০)খেজুরির বিচ্ছিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সাগরে। তাকে খেজুরির শিলাবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বিকেলে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এইদিকে এই ঘটনায় নিখোঁজ অন্য ছয়জনের সন্ধানে দিনভর তল্লাশি চলে।জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, অতিরিক্ত জেলা শাসক অভীক চ্যাটার্জী সহ কাঁথির এসডিও এসডিপিও এবং কাঁথি দেশপ্রাণ ব্লকের বিডিও – দুর্ঘটনাস্থলে যান।
আজ সন্ধ্যায় ঘটনাস্থলের কাছে একটি দেহ উদ্ধার
রবিবার,১২/০৬/২০২২
578

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: