আজ বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উত্থাপন করবেন দি ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভারসিটি ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২। বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলির ক্ষেত্রে ভিজিটর পদে রাজ্যপালের পরিবর্তে শিক্ষামন্ত্রীকে বসানো নিয়ে সংশোধনী বিল। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রীসভা শিলমোহর দিয়েছে। এবার তা আইনে রূপ দিতে বিধানসভায় বিল পেশ হতে চলেছে। মঙ্গলবার অধিবেশনেন প্রথম অর্ধে প্রশ্নোত্তর পর্বে ক্রেডিট কার্ড সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ব্রাত্য বসু জানান:
এখনও পর্যন্ত ১ লক্ষ ১৯ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। ১৯ হাজার ৯৯৬ জন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ ঋণ পেয়েছে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। গ্রান্টার রাজ্য সরকার। কিছু কিছু রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্ক নিয়ে সমস্যা রয়েছে। ব্যাঙ্কের অাধিকারিকদের নিয়ে মাসে মাসে বৈঠক করছেন সরকারের শীর্ষ কর্তারা। মুখ্য সচিব, অর্থ সসচিব ও শিক্ষা সচিব ব্যাঙ্ক কর্তাদের নিয়ে বৈঠক করছেন। গোড়া থেকেই যেসব সমস্যা ছিল তা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। ব্যাঙ্ক নিয়ে সরকারের একটা গাইড লাইন তৈরী হলে ভালো হয়।
ব্রাত্য বসু উত্থাপন করবেন দি ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভারসিটি ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল
মঙ্গলবার,১৪/০৬/২০২২
353

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: