দমকল বাহিনীকে আরও শক্তিশালী করতে খুব শীঘ্রই দেড় হাজার কর্মী নিয়োগ করা হবে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় মন্ত্রী সুজিত বসু একথা জানিয়েছেন। দমকল বাহিনীতে কর্মীর অভাবের কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, এই ঘাটতি মেটাতে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু আদালতে মামলা হওয়ায় সেই প্রক্রিয়া আটকে যায়। সম্প্রতি সরকার ওই মামলায় জয়লাভ করেছে। তাই শীঘ্রই ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। বাহিনীতে প্রশিক্ষিত কর্মীর ঘাটতি অনেকটাই মিটবে।
দমকল বাহিনীকে দেড় হাজার কর্মী নিয়োগ
মঙ্গলবার,১৪/০৬/২০২২
1583

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: