গ্রীষ্মের ছুটি বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার সব সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মূল্যায়ন পরীক্ষার সূচি পরিবর্তন করেছে। রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের সংশোধিত সূচি অনুযায়ী প্রথম মূল্যায়ন পরীক্ষা ২৮ শে জুন থেকে ৬ জুলাই, দ্বিতীয় পরীক্ষা ২৯ আগস্ট থেকে ৮ই সেপ্টেম্বর এবং নবম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের তৃতীয় ধাপের মূল্যায়ন পরীক্ষা ২৫ শে নভেম্বর থেকে ৭ই ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। পাশাপাশি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা ১৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে নিতে হবে বলে জানানো হয়েছে। এইজন্যে সব বিদ্যালয়কে প্রশ্নপত্র তৈরি করার কথা বলা হয়েছে।
Auto Amazon Links: No products found.