করোনা ও পোলিও টিকাকরণ কর্মসূচিতে যেন কোনও ফাঁক থেকে সে ব্যাপারে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছে। গতকাল জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এই মর্মে সতর্কবার্তা দিয়েছেন। প্রসঙ্গত,সম্প্রতি রাজ্যে পুনরায় পোলিও জীবাণুর সন্ধান মিলেছে। করোনা সংক্রমনের সংখ্যাও ফের একবার ঊর্ধ্বমুখী।এই পরিপ্রেক্ষিতে রবিবার ১৩টি জেলায় শিশুদের পোলিও টিকাকরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৩১ জুলাইয়ের মধ্যে রাজ্যের ১২ ঊর্ধ্বদের দুটি ডোজ কোভিড টিকা পাওয়াও নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় সরকার।
Auto Amazon Links: No products found.