অগ্নিপথ প্রকল্পের বিরূদ্ধে আন্দোলনের জেরে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যাতে কোনও বিরূপ প্রভাব না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। রাজ্যের সচিবালয় নবান্ন থেকে সামগ্রিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ওই প্রকল্পের বিরোধিতায় মিছিল, পথ অবরোধের জেরে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তা দেখতে জেলা প্রশাসন গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।