মরসুমের প্রথম ইলিশ দক্ষিণ ২৪ পরগনার মাছের আড়তে। গত দু’দিনে কাকদ্বীপ, নামখানা মৎস্য বন্দরে প্রায় ১১০ টন ইলিশ নিয়ে ফিরেছে বেশ কিছু ট্রলার। আজ সন্ধ্যায় জেলার বিভিন্ন আড়তে নিলাম হওয়ার পর পৌঁছে যাবে রাজ্যের বাজারগুলিতে। সমুদ্র উত্তাল থাকায় ট্রলারগুলি আবার নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আবার মাছ ধরা শুরু করবে ট্রলারগুলি। গত ১৫ জুন থেকে শুরু হয়েছে সামুদ্রিক মাছ ধরা। কাকদ্বীপ ফিশারম্যান ইউনিয়নের সম্পাদক বিজন মাইতির কথাতেও আশার কথা শোনা গেল।