এবার বিকিনিতে ঝড় তুললেন অভিনেত্রী অনন্যা পান্ডে


রবিবার,১৯/০৬/২০২২
3486

পরিচালক শকুন বাত্রা -র সিনেমা ‘গেহেরিয়ান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আমাজন প্রাইম ভিডিওর মাধ্যমে ফেব্রুয়ারী মাসে রিলিজ হওয়া সিনেমাটি কার্যত মানুষের মন জয় করতে অক্ষম। নেটিজেনরা এমন ‘পরকীয়া’ গল্প এর আগেও দেখেছিলেন। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাডুকোন , সিদ্ধান্ত চতুর্বেদী , অনন্যা পাণ্ডে । যেখানে চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যার অভিনয় প্রশংশিত হয়। নতুন মুখেদের মধ্যে তিনি বেশ নাম করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তাকে ঘিরে নেটিজেনদের উত্তেজনা নেহাত কম থাকে না। কিছুদিন আগেই তিনি বিকিনিতে দুটি ফটো পোস্ট করেন। যা ঘিরে বর্তমানে অনন্যা পাণ্ডেকে নিয়ে সরগরম গোটা নেটদুনিয়া।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
https://www.instagram.com/p/CcklMUbtK_r/?utm_source=ig_embed&ig_rid=83d2b932-a9dc-4e9c-83bf-1be18c276a63

ফটোতে তাকে অফ হোয়াইট রঙের বিকিনিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল। সাথেই তার উপরে সে ফ্লাওয়ার প্রিন্ট টপ পরেছে। তার এই হট ও বোল্ড লুক বর্তমানে ছড়িয়ে পড়েছে যে কারণে নেটিজেনদের মনে উষ্ণতার পারদ চড়েছে চড় চড়িয়ে। ‘গেহেরিয়ান’ সিনেমার শুটিং এর সময় এই ফটো তোলা হয়েছিল। ক্যাপশনে অনন্যা সেই কথাও জাহির করেছেন। সিনেমা না চললেও তার শুটিং নস্টালজিয়া যে শেষ হচ্ছে না তা বোঝা যাচ্ছে নায়িকার কাজে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট