বাংলাদেশ সীমান্ত‌বর্তী এলাকা পর্যন্ত সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি


বুধবার,২২/০৬/২০২২
2090

ভুটান পাহাড়ে অবিরাম প্রবল বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সেচ দপ্তর, দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত‌বর্তী এলাকা পর্যন্ত সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে। অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সঙ্কেত। জলপাইগুড়ি সেচ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার সঞ্জীব সেনগুপ্ত জানান, জল ক্রমশ‌ বাড়ছে তিস্তা নদীতে। গাজলডোবা ব্যারেজ থেকে আজ সকালে দফায় দফায় জল ছাড়া হয়। গতকাল সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি হয় শিলিগুড়ি ও ডুয়ার্সের মালবাজারে। বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২৭০ এবং ২৭১.৮ মিলিমিটার।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট