সুপার- স্বাস্থ্য সংশোধনী বিল পাস


বুধবার,২২/০৬/২০২২
847

পাঁচটি টি স্বাস্থ্য জেলার স্বাস্থ্য আধিকারিকের হাতে লাইসেন্সের ক্ষমতার পাশাপাশি রেজিষ্ট্রেশনের ক্ষমতাও দেওয়া হল। বুধবার বিধানসভায় পাশ হল দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল। অবশ্য বিল পাশের সময় সভা ওয়াক আউট করলেন বিরোধী বিজেপির বিধায়করা। বুধবার বিধানসভায় পাশ হল দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্টস অ্যামেন্ডমেন্ট বিল। অালোচনায় অংশ নিলেও বিল পাশ হওয়ার আগে বিলের বিরোধিতা করে সভা ওয়াক আউট করে বিজেপি বিধায়করা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাবী ভাষনে বলেন অত্যন্ত সময়োপযোগী সংশোধনি এটি। স্বাস্থ্য পরিষেবাকে তৃণমূল স্তরে পৌঁছে দিতেই এই সংশোধনী। এই বিলের ফলে ৫টি স্বাস্থ্য জেলার স্বাস্থ্য আধিকারিকের হাতে লাইসেন্সের ক্ষমতার পাশাপাশি রেজিষ্ট্রেশনের ক্ষমতাও দেওয়া হল।

বিজেপির ওয়াকআউট নিয়ে কড়া সমালোচনা করেন চন্দ্রিমা। রাজ্যের এই মন্ত্রী বলেন, আইন সভায় দাঁড়িয়ে আইন সভার সদস্যরা আইনসভাকে মান্যতা না দিলে তাকে ধিক্কার জানাতেই হয়। স্বাস্থ্যসাথী নিয়ে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দেন তিনি। চন্দ্রিমা বলেন, স্বাস্থ্যসাথী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশন। সবসময় মানুষের পাশে আছে সরকার। স্বাস্থ্যসাথী নিয়ে কোন অভিযোগ থাকলে অভিযোগ জানানোর নির্দিষ্ট জায়গা রয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট