বেশকিছু সরকারি এবং দলীয় কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে আজ দুই বর্ধমানে থাকছেন। বর্ধমানের গোদার মাঠে তাঁর জনসভা করার কথা। সভা মঞ্চ থেকে, রাজ্য জুড়ে কৃষক বন্ধু প্রকল্পে অর্থ সহায়তা প্রদানের সূচনা করবেন তিনি। চলতি খরিফ মরশুমে ৮৯ লক্ষ কৃষককে ২’হাজার ৩৮৫ কোটি টাকা অর্থ সহায়তা দেওয়া হবে। দুর্গাপুরে রাত্রিবাস করে আগামীকাল আসানসোলের পোলো গ্রাউন্ডে দলীয় সভা করার কথা মুখ্যমন্ত্রীর।বুধবার, দুর্গাপুরের সৃজনী সভাগৃহে দুই বর্ধমানের পুলিশ-প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিকে নিয়ে তিনি বৈঠক করবেন। ওইদিন’ই, তাঁর কলকাতায় ফেরার কথা।
তিন দিনের সফরে আজ দুই বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
সোমবার,২৭/০৬/২০২২
697

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: