যান চলাচলের জন্য খুলে দেওয়ার ১৬ ঘণ্টার মধ্যেই পদ্মাসেতুতে (Padma Bridge) দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক (Bike) আরোহীর। ঘটনার জেরে সোমবার সকাল থেকেই পদ্মাসেতুতে বাইক চলাচল নিষিদ্ধ করা হয়। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার রাত ১০টা নাগাদ বাইকে চড়ে পদ্মাসেতু দিয়ে যাচ্ছিলেন আলমগীর হোসেন ও মহম্মদ ফজলু নামে দুই যুবক। সেতুর ২৭ এবং ২৮ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনাটি (Padma Bridge- Bike( ঘটে। দ্রুত দুই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। বেপরোয়া গতিতে বাইক চালানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব। তবে বাইক চলাচল নিষিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার সকাল থেকেই বাইক আরোহীরা বিক্ষোভ দেখান।
পদ্মা সেতুতে কেন নিষিদ্ধ বাইক চলাচল ?
মঙ্গলবার,২৮/০৬/২০২২
2128

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: