কোচবিহার জেলায় রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের কলাবাগান, রবীন্দ্রনগর এলাকা। এছাড়াও রাজা রাজেন্দ্রনারায়ণ রোড, সুনীতি রোডে কোথাও কোথাও হাঁটু সমান জল উঠেছে। জল ঢুকেছে মানুষের বাড়িতেও। গত ২৪ ঘন্টায় কোচবিহারে বৃষ্টি হয়েছে ২৩১.৫০ মিলিমিটার। রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় এই অবস্থা বলে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। জল জমার ফলে ব্যাপক সমস্যায় পড়েছে সাধারণ মানুষ জন।
কোচবিহার জেলায় রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন শহর
মঙ্গলবার,২৮/০৬/২০২২
740

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: