কলকাতায় এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শরীর সুস্থ থাকলে যাবেন রাজ্য বিজেপি দফতরে এমনটাই সূত্রের খবর। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিভিন্ন জায়গায় বিজেপির হয়ে প্রচারও করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে মিঠুন সম্ভবত পার্টি অফিসে আসবেন। তবে মিঠুন ঘনিষ্ঠরা জানিয়েছেন, মহাগুরু সোমবারই যেতে পারেন। কথা বলবেন সুকান্ত মজুমদার এবং দলের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সাথে। ওই বৈঠকে দলের অন্যান্য নেতারাও উপস্থিত থাকতে পারেন। কর্মীদের মনোবল চাঙ্গা করাই এখন দলের মূল লক্ষ্য। সেই কাজে মিঠুনকে কীভাবে ব্যবহার করা যায়, তারই নীলনকশা তৈরি করা হবে বলে দলীয় সূত্রে খবর। জেনে রাখা দরকার বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে মহাগুরুর যোগদানে কর্মী মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেকথা মাথায় রেখেই মিঠুনকে ফের ময়দানে নামানোর চেষ্টা করবে রাজ্য নেতৃত্ব এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
ফের মাঠে নামছেন মিঠুন চক্রবর্তী
মঙ্গলবার,০৫/০৭/২০২২
333