তৃণমূল কংগ্রেসের যদি মহিলা ও আদিবাসীদের প্রতি সত্যিই ভালোবাসা ও শ্রদ্ধা থেকে থাকে তাহলে দেশের স্বার্থে NDA মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে তাদের সমর্থন করা উচিত বলে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। বসিরহাটের টাকিতে আজ সকালে দলের মহিলা কর্মীদের প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে যোগ দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে মহিলা সশক্তিকরণের কথা বলেন দ্রৌপদী মুর্মুর মত যোগ্য ও আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি প্রার্থী করে তিনি তা প্রমাণ করলেন। দেশের কাছে তা গর্বের বিষয়। অন্যদিকে, রাজ্যে নিয়োগ সংক্রান্ত প্রতিটি দুর্নীতির বিষয়ে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
Auto Amazon Links: No products found.