রাজ্যে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা


সোমবার,১১/০৭/২০২২
950

রাজ্যে হুহু করে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের পঞ্চম সেন্টিনেল সার্ভেতে উঠে এসেছে উদ্বেগজনক ছবি। দেখা যাচ্ছে, উপসর্গ থাকা রোগীদের তুলনায় উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি।জেনে রাখা দরকার রাজ্যে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগজনক ছবি সামনে এল স্বাস্থ্য দফতরের পঞ্চম সেন্টিনেল সার্ভেতে। স্বাস্থ্য দফতরের সমীক্ষা রিপোর্ট বলছে, রাজ্যের ৯টি জেলা এবং নন্দীগ্রাম ও বসিরহাট স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি।কোথাও কোথাও যা ২০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এই প্রেক্ষিতে জেলা এবং স্বাস্থ্য জেলা মিলিয়ে ১১টি জায়গাকে বিপজ্জনক হিসেবে লাল তালিকাভুক্ত করা হয়েছে। হলুদ তালিকাভুক্ত হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা ও ৮টি জেলাকে। একমাত্র স্বস্তিদায়ক পরিস্থিতিতে রয়েছে মুর্শিদাবাদ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

সেখানে পজিটিভিটি রেট ১ শতাংশের নীচে। রাজ্যের প্রত্যেকটি জেলা এবং স্বাস্থ্য জেলার একটি করে হাসপাতাল থেকে ৪০০টি করে নমুনা সংগ্রহ করে সেন্টিনেল সার্ভেতে পাঠানো হয়। ৬ থেকে ৮ জুলাইয়ের মধ্যে করা এই সেন্টিনেল সার্ভেতে লাল তালিকাভুক্ত জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে, নন্দীগ্রাম, যেখানে পজিটিভিটি রেট ২৪.৭৭ শতাংশ। দ্বিতীয় স্থানেই উত্তর ২৪ পরগনা। তৃতীয় স্থানে দার্জিলিং। চতুর্থস্থানে থাকা উত্তর দিনাজপুরের পজিটিভিটি রেট ১৮.২৫ শতাংশ। এ ছাড়া লাল তালিকাভুক্ত করা হয়েছে কালিম্পং,পশ্চিম বর্ধমান, বসিরহাট, হাওড়া,পূর্ব বর্ধমান, কলকাতাও নদিয়াকে।যেসব জেলা ও স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট ৫ থেকে ১০ শতাংশের মধ্যে, তাদের হলুদ তালিকাভুক্ত করা হয়েছে। সেই ৯ জেলা ও স্বাস্থ্য জেলার তালিকায় রয়েছে, জলপাইগুড়ি, মালদা, হুগলি, আলিপুরদুয়ার, রামপুরহাট, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া ওদক্ষিণ দিনাজপুর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বাকি ৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট ১ থেকে ৫ শতাংশের মধ্যে এমনটা সূত্রের খবর।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট