থাই খাটো জাতের পেঁপে। এই জাতটি বাগান আকারে করলে অল্প জায়গায় অনেক গাছ রোপণ করা যায়। খাটো জাতের পেপে (Dwarf Papaya)-উচ্চফলনশীল ঝড়ে ভেঙ্গে পড়ার ভয় নেই, ছোট গাছে অসংখ্য পেপে। পেপের সাইজ ও শেপ দারুণ। বানিজ্যিকভাবে কাঁচা পেপের বাগান করলেও সেটা হবে অনেক লাভজনক।এর বিশেষ একটি সুবিধা হচ্ছে, সাথী ফসল হিসেবে এটা চাষ করা যায়। প্রায় সব গাছেই ফল পাওয়া যাবে, পুরুষ গাছ হবে না।খাটো জাতের পেঁপের বীজ সিদ্দিক বাজারের ঢাকা-১০০০ এর বিভিন্ন বীজের দোকান সহ দেশের বিভিন্ন সার ও কীটনাশকের বীজের দোকানে পাবেন।
থাই খাটো জাতের পেঁপে চাষের সুবিধা
মঙ্গলবার,১৯/০৭/২০২২
3700

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: