সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, মমতা ব্যানার্জি একুশে জুলাই কংগ্রেসের কাছ থেকে হাইজ্যাক করে নিয়েছেন। তাঁর একুশে জুলাই করার কোন অধিকার নেই। গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে জেলা সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ২০১৭ সালে একুশে জুলাই নিয়ে মমতা ব্যানার্জি কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের রিপোর্ট ছ’মাসের মধ্যে বিধানসভায় জমা দেওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত তা জমা দেওয়া হয়নি।
Auto Amazon Links: No products found.