ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিনটি একদিনের ম্যাচের সিরিজ আজ পোর্ট অফ স্পেনে শুরু হবে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়। শিখর ধাওয়ান ভারতীয় দলের এবং নিকোলাস পুরান ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেবেন। এই সিরিজে অধিনায়ক রোহিত শর্মা, ছাড়া বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে। একদিনের ম্যাচের সিরিজের পর পাঁচটি টি – টোয়েন্টি ম্যাচের সিরিজে রোহিত নেতৃত্বে ফিরবেন।
Auto Amazon Links: No products found.