কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন ও ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দু দিনের রাজ্য সফরের প্রথমেই আজ সকালে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে এসে পুজো দেন। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার জন্য মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আটোসাটো। দক্ষিণেশ্বরের মন্দির চত্বর পরিদর্শনের পাশাপাশি দক্ষিণেশ্বর স্কাইওয়াকও পরিদর্শন করেন তিনি। এরপর আলমবাজারের শ্যামমন্দিরও দর্শন করেন মন্ত্রী। এরপর তিনি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একটি অনুষ্ঠানে অংশ নেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলায় মানুষের টাকা লুট করে কিভাবে দুর্নীতি করা হয়েছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।
মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দু দিনের রাজ্য সফরে
রবিবার,২৪/০৭/২০২২
659

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: