কলকাতা পৌর সংস্থার সঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্য ব্যাবস্থা শক্তিশালী করার প্রয়াস চলছে। বিশেষকরে কলকাতা পৌর সংস্থার আধিকারিক দের থেকে নিয়ে কর্মীদের মানসিক স্বাস্থ্যের উপরে এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানালেন মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ। এদিন ইকো ইন্ডিয়ার পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার সুরজিৎ চট্টরাজ, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট সন্দীপ ভাল্লা সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিক রা উপস্তিত ছিলেন। কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য পরিষেবা কে ডিজিটাল পদ্ধতি ব্যাবহার করে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যার ফলে স্বাস্থ্য পদ্ধতি সমৃদ্ধ হাওয়ার পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করলেন মেয়ার পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। তিনি জানান যে বিশেষ করে পৌর আধিকারিকদের মনের আলো এবং কর্মীদের মন ভালো রেখো এই দুটি বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানসিক চাপ কমাতে সাহায্য প্রদান করছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ইন্ডিয়া বলে জানান মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। বিশেষ করে করোনা থেকে নিয়ে মশাবাহিত রোগ ডেঙ্গু মলারিয়া সহ মানসিক স্বাস্থের ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা উন্নত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান অতীন ঘোষ। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে পৌর আধিকারিক, কর্মী এবং 100 দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষিত করার কাজ বিনা মূল্য করছে এই স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ইন্ডিয়া। উল্লেখ্য কলকাতা পৌর সংস্থা এবং ইকো ইন্ডিয়ার সঙ্গে 2021 সালের মার্চ মাসের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কলকাতা পৌর সংস্থার আধিকারিক ও কর্মীদের প্রশিক্ষিত করার কাজ চলছে।
ইকো ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্য ব্যাবস্থা শক্তিশালী করার প্রয়াস
বুধবার,২৭/০৭/২০২২
2585