মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুমতি সাপেক্ষেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতায় আজ সাংবাদিক বৈঠক করে দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ একথা জানিয়েছেন। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের বাইরে চাকরিপ্রার্থীদের একাংশের ধরনার জন্য বিরোধীদের প্ররোচনাকেই তিনি দায়ী করেন।কুণাল বাবু বলেন অনভিপ্রত ভাবে পরিস্থিতি জটিল করার কোনও অর্থ নেই। অভিষেক আন্তরিকতার সঙ্গে জট খোলারচেষ্টা করছেন। বিরোধীদের নিশানা করে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি ধৈর্য ধরার আবেদন জানিয়ে বিরোধী দলগুলির কথায় প্ররোচিত না হওয়ার অনুরোধ জানান। কুণাল ঘোষ বলেন,চাকরি দেওয়াটাও তৃণমূলে কংগ্রেসের কর্তব্যের মধ্যে পড়ে।
SSC Scam মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুমতি সাপেক্ষেই চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক : কুণাল
শনিবার,৩০/০৭/২০২২
1035

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: